৭৯) এই মনটা
এই মনটা এক পাহাড়ী নদীর
অথই জল।
এই মনটায় আছে নীল আকাশের
অথই নীল।
শুধু মন হয় উদাস যখন
তুমি থাকোনা
তুমি হাসোনা।
তুমি আর ভালো বাসোনা । ।
যদি দুঃখ দেবে ভেবে থাকো
যদি কষ্ট শুধু দিতে থাকো
আমি নদীর ঢেউ এর আগুন স্রোতে
মিশে ভেসেই যাবো।
দুরে চলে যাবো।
জানি তুমি আর ভালো বাসোনা । ।
এই ছোট্ট জীবনের
আগুন যত।
এই ছোট্ট জীবনের
ফাগুন যত।
জানিনা কখন ঝর্ণা হয়ে
চোখ ভিজালে।
মন কাঁদালে
জেনেছি তুমি আর ভালোবাসোনা। ।
(বেশ কিছু গান লেখা আছে।
ভাবছি শেয়ার করবো।
এই লেখাটা সুরের মত এসেছিলো )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।