আমাদের কথা খুঁজে নিন

   

অতি ভক্তি...ইসলাম... বিজ্ঞান এবং আমাদের ঘটকদের গল্প

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com

এটা পরিচিতো গল্প.... ঘটক মো: আলু এক ছেলে নিয়ে গেছে পাত্রীর বাড়ীতে. মেয়ের মুরুব্বিরা ছেলেকে প্রশ্ন করছে... ছেলে উত্তর দিচ্ছে....আমাদের দেশের ঘটকরা তো সবকিছুই বাড়িয়ে বাড়িয়ে বলে... এক্ষেত্রও ঘটক মোঃ আলু..ও ছেলে উত্তর দেবার পরে সে আরো একটু বাড়িয়ে বলে... মেয়ের বাবা:- বাবা ঢাকায় তোমার কে কে থাকে? ছেলে:- আমার চাচা এবং এক মামা. ঘটক:- আরে ভাই মামার আর চাচা কি সধুকি ঢাকায় থাকে..তাদের দুইটা ৫তলা বাড়ীও আছে। মেয়ের বাবা:- তা বাবা বেতন কত পাও? ছেলে:- ১৫০০০ টাকা ঘটক:- ১৫হাজার এবং সাথে বছর শেষে বোনা ও পায়..৩০ হাজার টাকা..সাথে উপরিওখারাপনা বাবাজীর.. কথার মাঝে ছেলে কয়েক বার কাশি দেওয়ায় মেয়ের বাবা ছেলেকে জিহ্গাসা করলো... তামার কি কাশি আছে?? ছেলে:- জী একটু ঠান্ডা লেগেছে...মাঝে মাঝে কাশী আসে.. ঘটক:- শুধু কি কাশী আসে ...কাশীর সাথে রক্তও বের হয় এটা একটা গল্প মাত্র... এর সাথে আমাদের ৭টা আলুদের সেই বিক্ষাত বানীর মিল পাইলে কতিৃপক্ষ কোন ক্রমেই দায়ী নহে... বানীচিরন্তনী (বানী ৭টাআলু) ""সততার আলো বলেছেন: নাস্তিকেরা কেন বুঝে না, আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ (স) প্রদর্শিত ইসলাম। আজ যে কম্পিউটার ব্যাবহার করি তাও এই মুসলমানদের দান।""

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।