কবিতার ছেলে।
অন্ধকারের রাজ্যে ডুবে আছো তুমি বুশ
তোমাকে জবাব দিতে হবে তোমার প্রতিটি কৃতকর্মের জন্য
মধ্য-প্রাচ্যের একটি শিশুও তোমাকে ক্ষমা করবেনা
হয়ত তোমার ধারনা তুমি অনেক সম্মানী তাইনা?
কিন্তু তা ভুল।
একজন স্কুল শিক্ষক, যার মনুষত্য রয়েছে
পরের সম্পদ দেখলে যার চোখ কিঁড়বিঁড় করেনা
যে নিজেকে সম্মানী প্রমানেও ব্যতিব্যস্ত নয়
তোমার মত নরাধমের চাইতে
তার সম্মান অনেক উপরে
তোমাকে যদি কাপুরুষ মানুষেরা তোমায় ক্ষমা করেও থাকে
আমি তোমাকে ক্ষমা করব না
কারন আমি একজন ইরাকী সম্ভ্রমহীন নারী।
আর আমিও যদি তোর মত অত্যাচারিকে ক্ষমা করি
তবে আল্লাহ তোকে ক্ষমা করবেনা।
তুই প্রস্তুত থাক তোর কৃ্তকর্মের
জবাব দেবার জন্যে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।