আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
আর চিঠি নয়-দৈহিক সম্পরক পাতাই
---------------------------------------------------
শৈশব না পেরুতেই-
গাঁয়ের মাটির সোঁদা গন্ধ,
বুকের মদ্ধে কুয়াশার ভেজা কাশ,
টলটলে উদ্ভিন্ন যৌবনা দিঘী
সব ছেড়ে পারি দিলে বাবার হাত ধরে।
চকিতে! চিঠি দিতে মাঝে মাঝে
কুশলাদীতে ভরপুর চিঠিগুলো
এখনও শোভিত আছে পুরোন ট্রাঙ্কে।
সময় যায় চলে নতুন সময়ের ভীরে
সেই উদ্ভিন্ন যৌবনা দিঘীর যৌবন ছিন্তাই করে
তুমি এখন সুন্দরী চপলা।
এখনও পিয়ন আসে- তোমার চিঠি পাই
কুশলাদী লোপ পেয়েছে-পাই কিছু নতুন
শব্দের মালা, কিছু চাহিদা- আকাঙ্ক্ষা,
কিছু না পাবার বেদনা।
আর চিঠি নয়-
এবার ছুটিতে গাঁয়ে এসো
এসো কুয়াশার ভেজা কাশের বিছানায়
দৈহিক সম্পরক পাতাই
শিশু ধরায় ভুমিষ্ট হবে
চোখ ফুটে আলো পাবে।
-----------------------------------------
আল্লাইয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।