আমাদের কথা খুঁজে নিন

   

আলোচিত খবরাখবর

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

খবরে প্রকাশ: সেদিন সুন্দরবনে এক অদ্ভুদ ঘটনা ঘটেছে। এক মানুষখেকো বাঘ বন ছেড়ে লোকালয়ে আসে খাবারের খোঁজে। আর যা ভাবা হয়নি তা হলো। পড়বি তো পড় এক্কেবারে প্রেমের খাঁদে।

জনসাধারণের সাথে সাংবাদিকের কথা শুনে হরেক রকম কথা জানা যায়। গ্রামের কৃষক শাহজানান জানান," আর কইয়্যেন না, বাউ। হেতে গরুরে কান্ধে লই এইচ্চা দৌড়ান মাইচ্চে.....। " স্হানীয় বাসিন্দারা যারা মধু আনতে বনে যায় জানান, ঐ বাঘের চরিত্র আগেও ভালো ছিল না। একাধিক বাঘিনীর সংগে তার ফষ্টি নস্টি খবর পাওয়া যায়।

হাতে নাতে বটেই অনেকবার চোখাচুখিতে এই ধরণের অনেকজনই সামাজিকভাবে লজ্জায় পড়তে হয়েছে। কিন্তু, বাঘের সমধর্মি প্রজাতি রেখে হঠ্যাত করে গৃহপালিত পশুদের দিকে কুদৃষ্টির কারণ পরিস্কার নয়। এনিয়ে মুরব্বিরা অনেক চিন্তায় মধ্যে দিনানিপাত করছেন। এদিকে গ্রামের অন্য গোছের কিছু মানুষের ধারণা, সিডর আক্রমণে পুরুষ প্রাণীর সংখ্যা করে যাওয়ায় এই পরিস্থিতির উদ্রেক হয়েছে। খবরে আরো প্রকাশ, দেশের বিভিন্ন প্রান্ত হতে মধ্য বয়সী স্বামীরা তাদের স্ত্রী সহ অপূর্ব এই মানুষখেকো বাঘটি দেখা পেতে দলে দলে উক্ত গ্রামে ভিড় জমিয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।