প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
ঋতু বদলের আভাস পাই
শাফিক আফতাব............
ঋতু বদলের আভাস পাই
তুমিও ফুলছো মাছের পেটের মতোন
দুলছো দোলনায়__
আমি টের পাই অঙ্কুর
ভুরভুরে পুলক__পালকে তোমার বাতাসের ঘ্রাণ
লকলকে বাথান।
কেমন সুগঠিত অনুদিত তুমি
প্রাঞ্জল ভাষার ধ্বনির ব্যঞ্জনায় মুখরিত তোমার স্তন
আমার ভরে থাকে মন।
স্পর্শে বিচ্ছূরিত হয় আনন্দের ফুলের সুবাস
মন ভিজে যায় প্রথমবর্ষার জলে
ঋতু বদলের আভাস পাই এই শুভ্র সকালে।
০৯.০৯.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।