নিউক্লিয়ার সন্ত্রাস মুক্ত বিশ্ব চাই
দুপুরে লাঞ্চ করতে গিয়ে ডিম খাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল। আমার কলিগ জুবায়ের(সাইজে বেশ বড়সড়) ডিমের অর্ডার দিতেই আর এক কলিগ রায়হান বলল - জুবায়ের ভাই ডিম খেলে কিন্তু ডিম পাবেন। খাবার টেবিলে উপস্থিত ছিলেন আশরাফ ভাই, তিনি বল্লেন - সামনে কোন পরীক্ষা আছে নাকি? পরীক্ষার আগে ডিম খেলে ডিম পাওয়ার একটা কুসংস্কা আছে শুনেছি - চাকরী জীবনেও তার প্রভাব আছে বলে তো শুনিনি। ডিম খাওয়া নিয়ে এই আলোচনা শুনে আমার মনে পড়ে গেল অনেক দিন আগে স্কুলের এক স্যারের কাছ থেকে এ'ব্যাপারে শোনা কিছু কথা।
স্যার বলছিলেন - "মানুষ যখন কোন কিছুর অর্থ বোঝে না তখন নিজের মত করে বিষয়টি সাজিয়ে নেয়।
যেমন এই ডিম খেলে ডিম পাওয়ার ব্যাপারটা। আসলে এটা একটা খনার বচন। এর অর্থ হচ্ছে - ডিম একটা বিরাট সম্ভাবনার প্রতীক- একটা ডিম থেকে একটা মুরগি হতে পারে - সেই মুরগী আরো অনেক ডিম পাড়তে পারে এবং তা থেকে অসংখ্য ডিম এবং মুরগী পাওয়া যেতে পারে - কিন্তু আমরা যদি এখনই ডিমটি খেয়ে ফেলি তাহলে সেই বিরাট সম্ভাবনার বিপরিতে আমরা পাই এটামাত্র ডিম। তাই মানুষকে ডিম না খেয়ে ডিমের সম্ভাবনা কাজে লাগাতে উৎসাহ দেয়ার জন্যই খনার এই বচনটি চালু করা হয়েছি। কিন্তু আধুনিক শহুরে মানুষদের কাছে ডিমের সেই গুরুত্ব হারিয়ে গেছে - সেই সাথে হারিয়ে গেছে কথাটার অর্থ।
তাই আমরা এর সাথে পরীক্ষার ব্যাপাটা জুড়ে দিয়ে বলছি যে এটা কুসংস্কার। "
এই ব্যাখ্যাটা খাবার টেবিলে বলার পর সবার চেহারা দেখে মনে হল না সবাই বিশ্বাস করেছে - আপনাদের কি মনে হয় স্যারের ব্যাখ্যাটা ঠিক নাকি এটা নিছকই একটা কুসংস্কার?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।