আমাদের কথা খুঁজে নিন

   

যাহ বাব্বাহ! অভিমান জিনিসটা আসলেই খারাপ!

পরিবর্তনের জন্য লেখালেখি

অভিমানী তোমাকে ভেবে এই ভর দুপুরে প্রচন্ড গুরুত্বপূর্ণ কাজ ফেলে বসে বসে বিরহে কাতর হচ্ছি । তার পরেও যদি বলো তোমাকে মূল্য দেই না , আর কিছু বলার থাকে না ! অভিমানী তোমাকে ভেবে আমার নিখুঁত কর্ম ইতিহাসের পাতায় পাতায় ইদানিং লাল কালির দাগ পাচ্ছি । তার পরেও যদি বলো তোমাকে গুরুত্ব দেই না , আর কিছু বলার থাকে না । অভিমানী তোমাকে ভেবে আমার অতলান্তিক ভালোবাসার সাগর জুড়ে শান্ত নীল জল টল মল করে । তার পরেও যদি বলো তোমাকে বুঝি না আর কিছু বলার থাকে না । অভিমানী তোমাকে ভেবে সারাটা রাত স্বপ্নময় অনেক গুলো নির্ঘুম প্রহরে একান্ত ছোঁয়াছুঁয়ির ঘরে তারপরেও যদি বলো , ভালোবাসার মন্দির পূজি না আর কিছু বলার থাকে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।