বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
স্ক্যান্ডেলের ছড়াছড়ি কালপুরুষকে নিয়ে,
ছাড়েনি ব্লগ, হয়ে আছে কালের সাক্ষী হয়ে।
তোমরা যদি কেউ হতে চাও কালপুরুষের মত,
প্রয়োগ করো তার চরিত্র যেথায় নারী যত।
চিকনমিয়া দাঁড়িয়ে আছে, আজব চরিত্র নিয়ে,
মাইনাচ তার চিরসঙ্গী, ঢোকে সবার ব্লগে।
হাজার হলেও কৌশিকটা বেজায় দুষ্ট ছেলে,
সবার ব্লগে গোল বাঁধিয়ে আস্তে কেটে পড়ে।
নেমেসিসটা আর কখনই মানুষ হবে নাকো
পেটে পিঠে অস্ত্র বেঁধে হুদাই হুংকার যত।
এহহামিদা শুধুই আছে একটি দলকে ঘিরে,
দুঃখ লাগে তার এইসব হুদাই চেষ্টা দেখে।
মুহিবটা তার চেহারা দেখায় যেন সুযোগ পেলেই,
সবার ব্লগে তার প্রথমেই কমেন্ট করা চাই।
ত্রিভুজ আছে যত্তসব আইটি বিষয় নিয়ে,
খুশি হয় একটি দলের বিরুদ্ধে পোষ্ট পেলে।
আর কইয়েন না, মেহেদী ব্লগায় রাজশাহী থেকে,
হাজির হবে, রাজ্যের উদ্ভোট, যত ছড়া নিয়ে।
কারো কথায় কোনদিনই করে না সে মান,
চিঠি লেখে উপদেষ্টাকে, নিতে প্রোপার এ্যাকশান।
আলবদর আর মুক্তিদলের কথা হয় যত,
নাস্তিক আর আস্তিকেরই সম্মুখ যুদ্ধ তত।
এতোকিছুর পরেও এই ব্লগটাকে ভালবাসি,
কাজের পাশে সবসময়ই ব্লগকে সঙ্গি করে রাখি।
জানা অরিল লাভলু আছে লাঠি হাতে নিয়ে,
উল্টাপাল্টা হলেই, মডুসাব শুধুই ব্যান মারে।
ব্যান খাইলেই তেল মারো মডুদের পায়ে,
হইতেও পারো আনব্যান তয়, অনেক শর্ত দিয়ে।
একমাত্র মিলটনেরই চির সবুজ মন,
শেয়ার করে সব আনন্দ সুখের এ ব্লগভুবন।
তোরা হয়ত বলতে পারিস, নতুন কবি এলো,
সবকিছু ঐ গুরুর, মুরীদ হওয়ার পরই হলো।
তোরা হয়ত বলতে পারিস, এই গুরুটা কি?
আর কেউ না , মহাকবি মাইকেল মেহেদী।
তার আর্শিবাদেই আমি আজি ধন্য হলাম ভাই,
আমি লিখিনা, লিখা হয় কি-বোর্ডে হাত রাখলেই।
বিঃদ্রঃ এই ছড়াটা ব্লগের কাউকে হেয় বা ছোট করার জন্য নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।