আমাদের কথা খুঁজে নিন

   

*শকুন,হিংস্র হায়েনা এবং আমি*

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের । আমি হাটছি তো হাটছি আমার হাটার শেষ নেই । সেই ১৯৫২ থেকে ৭১ তারপর ৯০ । আমি হাটছি তো হাটছি আজ এই একবিংশ শতাব্দিতে এসেও । যাত্রাপথে দেখেছি কতো শকুন ঠুকরে ঠুকরে খাচ্ছে সভ্যতাকে ।

সভ্যতার অসহায় চিত্‍কার আমি শুনেছি । শুনেছি হাজারো পৃথীবি বাসীর বাঁচার আকুতি । আমি হাটছি তো হাটছি আমার হাটার শেষ নেই । ১৯৫২ থেকে ৭১ আমি দেখেছি শকুনদের দেখেছি হিংস্র হায়নার চোখ - লাল টকটকে লাল তাকিয়ে ছিল সভ্যতাকে খুবলে খাবে বলে । আমার হাটার শেষ নেই আমি হাটছি তো হাটছি , হাটছি,হাটছি,হাটছি ।

আমার হাটার কোন শেষ নেই । বিঃদ্রঃ >কবিতাটি সর্বপ্রথম আমি আমার ফেসবুক আইডিতে প্রকাশ করি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।