আমাদের কথা খুঁজে নিন

   

আমি সেই পাপের পথে পা বাড়ালাম ...!পর্ব- ১

এইখানে শুয়ে থাকে অশরীরী পুরুষ এক ; রাত্রির কোল ঘেঁষে , মৌনতা ভোর কেটে যাবে বলে , ভেনাস তোমাকে ভালবেসে ....
গিয়েছিলাম দেশের নাম করা এক গ্রুপ অব কোম্পানিতে। সেখানকার প্রধান ইন্জিনিয়ার এবং জি.এম সাহেব আমাকে ডেকেছেন। গত পরশু রাত হতে সকাল পর্যন্ত ভয়ানক চুরি হয়ে গেছে সেই গার্মেন্টস ফ্যাক্টরীতে। অনেক আগে থেকেই সেখানে সি.সি ক্যামেরা বসানো ছিলো এবং সেটা ধরাও পড়েছে। আমাকে সেই ইন্জিনিয়ার এবং জি,এম সাহেব ফিসফিস্ করে বললেন , ওই ভিডিওটা মুছে ফেলতে হবে যাতে এম.ডি সাহেব চুরির ঘটনা দেখতে না পারেন ! আমি জি , এম সাহেবের দিকে তাকালাম ।

বেশ স্মার্ট , মধ্যবয়সি এক ভদ্রলোক । কয়েক বছর আগে উনি মেজর থেকে রিটায়ার্ড করেছেন এবং এম.ডি সাহেবের অত্যন্ত বিশ্বাসী লোক। আর ইন্জিনিয়ার সাহেবের গাল আর থুতনী মুখ হতে ঝুলে পড়েছে , মোটা শরীরটায় কোট যেন ফেটে যেতে চাচ্ছে লজ্জায় । চোখের নিচে পাপের চর্বি জমে বাঁধ সেধেছে পাপ-পূণ্যের মাঝে। আমি ভাবলাম এদের বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়নি তো ! ওদের দিকে তাকিয়ে আমার শরীরটা গুলিয়ে উঠলো ঘৃণায়।

তবু আমার কিছু করার নেই । ভিডিও ফুটেজ দেখলাম । চমকে উঠলাম এরকম সবার সামনে দিয়ে চুরি হতে দেখে । আমার অনুমান প্রায় কোটি টাকার গার্মেন্টস এক্সেসসরিজ চালান হয়ে গেছে এই কার্গোভ্যানে ! আমি তাদের সাথে যোগ দিলাম এবং ভিডিও ফুটেজ মুছে দিলাম খুব সাবধানে ...। আমি জানি , এত টাকা চুরি হলো তবু কখনো এম.ডি সাহেব জানবেন না এবং তাঁর বিশেষ কিছু ক্ষতিও হবে না।

ক্ষতি যা হবার তা আমাদেরই হলো। কারণ ওই টাকা থাকলে এমডি সাহেব দেশে আরো বিনিয়োগ করতেন , ফ্যাক্টরি হতো এবং কর্মসংস্থান হতো আর আমাদেরই সমৃদ্ধি আসতো।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।