আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
Israeli Officials: We’d Prefer Al-Qaeda-Run Syria to an Assad Victory
Click This Link
এই বছর সিরিয়ার বাশার রেজিমের সাথে ফ্রি সিরিয়ান আর্মি FSAএর সাথে কাসার শহড় নিয়ন্ত্রণ নিয়ে তুমুল যুদ্ধ হয়। এই শহড় লেবানন যাওয়ার গুরুত্বপূর্ণ ট্রানজিট বাশারপন্থীদের জন্য। তবে এই খবরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নজড় কাড়ে সেটা হচ্ছে লেবানিজ শিয়াপন্থী হিজবুল্লাহর সাথে আল-কায়েদার তুমুল যুদ্ধ;
Hezbollah gets “terrorist” label for fighting al-Qaeda
Click This Link
আক্ষরিক অর্থেই আমি তদ্ধা খাই। যে আল-কায়েদা যার জন্য ওয়ার অন টেরর ঘোষণা করে বুশ জুনিয়র তারা রীতিমত মার্কিন অস্ত্রে সুসজ্জিত হয়ে বাশার রেজিমের বিরুদ্ধে যুদ্ধ করবে সেটা অবাক না হয়ে পারি না;
EXCLUSIVE: Syrians warn U.S. that Al Qaeda has hijacked revolution
Click This Link
অস্ত্র, গোলা-বারুদ এগুলো কোন চকলেট বা হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যায়। তাও যদি একটা হুট করে সাময়িক মিশন হত তাহলেও কথা ছিল যে চোরাই ভাবে হস্তগত হয়েছে।
এখন এখানে আল-কায়েদা বছরের উপর ধরে মার্কিন অস্ত্র নিয়ে যুদ্ধ করছে। যে আল-কায়েদা ৯/১১এ টুইন টাওয়ার্স, পেন্টাগন হামলা সহ বিগত ১২ বছর ধরে মার্কিনিদের বিরুদ্ধে আফগানিস্তানে লড়ছে তারা কিভাবে এত তাড়াতাড়ি ওয়াশিংটনের বিশ্বস্ত বন্ধু হয়? প্রকৃত পক্ষে আল-কায়েদা মার্কিনিদের একটি সাজানো নাটক! মনে হয় যে সি.আই.এর হাতেই আল-কায়েদার রিমোট কন্ট্রোল। বছরের পর বছর ধরে আল-কায়েদা সহ চরমপন্থী ওহাবীদের বিভিন্ন সংগঠন সৌদি থেকে বের হয় এবং সহযোগীতা পায় এটা মার্কিনিদের কাছে লুকানো অসম্ভব! বৃটেনের পর ইসরাইলই হচ্ছে মার্কিনিদের একনিষ্ঠ সঙ্গী। সেই ইসরাইলের সরকারী কর্মকর্তা বলছে যে বাশার আল আসাদের চেয়ে তার সন্ত্রাসী আল-কায়েদাকেই সিরিয়ার ক্ষমতায় দেখতে চায়। নিশ্চয়ই সি.আই.এ ও মার্কিন প্রশাসন থেকে সবুজ সংকেত পেয়েই ইসরাইলীরা এমন কথা বলতে পারে।
ইসরাইল আর যাই হৌক বেকুব নয়। আল-কায়েদা হচ্ছে চরম সাম্প্রদায়িক সংগঠন। যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না। ২০০৮ সালে এক আন্তঃধর্মীয় আলোচনা আয়োজনের জন্য আল-কায়েদা সৌদি বাদশার মৃত্যুদন্ডের ঘোষণা করে;
Al-Qaeda Calls For Saudi King’s Death After Interfaith Meeting
Click This Link
অথচ সেই আল-কায়েদাই এখন সৌদি-মার্কিন মদদপুষ্ট হয়ে ইসরাইলের জন্য স্বস্তিকর হয়। খোদ মার্কিনিরাই বলে যে ৯/১১ সাজানো নাটক।
এখন আল-কায়েদার সাথে মার্কিন ঘনিষ্ঠতা সেটাকে শক্তিশালী করে। এখন আমার ইরানের ক্ষমতাচ্যুত শাসক শাহ পালেভীর কথা মনে পড়ে "মার্কিনিরা যার বন্ধু তার আর শত্রুর দরকার নাই"। আসলেই দুনিয়াটা খুবই আজব!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।