আমাদের কথা খুঁজে নিন

   

ভাল কাজ ও সম্মান



শাহাবুদ্দিন শুভ কিছু প্রাপ্তি আমাদের আনন্দ দেয়। আমাদের নতুন করে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করে। দেশে যখন দুর্ণীতির মহাউৎসব হয় তখন আমরা আশা হত হই। তার পর কিছু প্রাপ্তি নতুন করে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করে। যখন দেশের কিছু স্বার্থপরদের কারণে দেশের ভাবমূর্তি সংকটের মুখে পড়ে।

তাদের বিেেদশে অর্থপাচার আমাদের কে লজ্জায় ফেলে। নিজেদের পকেট ভারি করার সাথে সাথে দুর্নীর্তিতে সেরা হয়ে বিশ্বের কাছে দেশকে হেয় প্রতিপন্ন করতে তাদের বিবেকে বাধে না। আবার দেশের কিছু সন্তানের কর্মকান্ড বিশ্বের দরবারে আমাদের নতুন করে মাথা তুলে দাড়াতে ইচ্ছে করে, সবাই বলে সাবাস বাঙ্গালি। তেমনি এক সোনার ছেলের গড়া একটি সিধুলাই স্ব-নির্ভর সংস্থা জাতিসংঘের ইউএনএপি সাসাকাওয়া পুরুষ্কারে ২০০৭ পেয়েছে তাদের কমংকান্ডের জন্য। দণি আফ্রিকার পরিবেশবিদ জিউনেস পার্কের সাথে যৌথভাবে এই পুরস্কার পায় সিধুলাই স্ব-নির্ভর সংস্থা।

ইউরোপ আমেরিকার মিডিয়া আমাদের দেশের ভাল কিছু সাধারণত প্রচার করতে চায় না। হয়তো তৃতীয় বিশ্বের গরীব দেশ বলে আমাদের অনেকটা অবহেলার চোখে দেখে। আমাদের যদি বড় ধরণের কোন প্রাপ্তি থাকে তবে তা প্রকাশ করে। কিন্তু সেখানেও তাদের কার্পণ্যে ছাপই বেশী দেখে যায়। আমাদের খারাপ খবর যে ভাবে তার পলাও করে প্রচার করে ভালটা সে ভাবে প্রচার করে না।

যেমন আমাদের ক্রিকেট দল কোন বড় দলের সাথে যখন জিতে তখন তাকে আপসেট হিসেবে প্রচার করে। যখন দেশের ছেলেরা বড় কিছু অর্জন করে তা প্রচার না করলে তাদের গ্রহণ যোগ্যতা নিয়ে প্রæ উঠবে বলেই তা প্রচার করে। তাই সিধুলাই স্ব-নির্ভর সংস্থা নিয়ে ওয়াশিংট পোস্ট পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করে ২৭ সেপ্টম্বর প্রথম পাতায় । সিধুলাই স্ব-নির্ভর সংস্থা চলন বিল এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করছে। এজন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক তথ্যপ্রযুক্তি সম্পন্ন নৌকা।

কয়েকটি নৌকায় চলে তাদের স্কুলের কার্যক্রম। এতে রয়েছে নৌকা স্কুল, নৌকা পাঠাগার, নৌকা প্রশিণ কেন্দ্র। এসবের সুফল ভোগ করছে দরিদ্র জনগোষ্টি বিণামূল্যে। সেখানে চারটি ভাগে মোট ১২০ জন শিার্থী প্রতি দিন কাস করেন। এদের ৬০ শতাংশ মেয়ে।

আর এসবের পেছনে যিনি কাজ করে যাচ্ছেন যার প্রচ্ষ্টেয় এটি প্রতিষ্টিত হয়েছে তিনি সিধুলাই স্ব-নির্ভর সংস্থার নিবার্হি এএইচএম রেজোয়ান। তিনি একজন প্রকৌশলী হয়ে গ্রামের মানুষদের জন্য কিছু করতে চেয়েছেন। দেশের কিছু স্বার্থপর রাজনীতিবিদদের মত নিজের সুখের কথা শুধু ভাবেননি ভেবেছন দেশেরে দরিদ্র জনগোষ্টির কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।