আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন তানজিলা

কিচ্ছু বুঝি না

আজ রাত ১২ টায় (২৬শে মে) দোস্ত তানজিলা হক ওরফে জিলাপীর জন্মদিন। ব্লগবাসীর পক্ষথেকে অনেক শুভেচ্ছা। ক্যাক আর কুকের ব্যাবস্থা আমরাই করলাম। অনেক গুলো ক্যাক দিলাম। সেটা খুশি নিন। কুক দেখেন কোনটা ভাল লাগে সবগুলো ফুল জিলাপীরে সব শেষে একটা মিনি কোবতে মঙ্গল আলোয় ভেসে যাক আজ অতীতের জীর্ণ দিন, অনাগত কাল বরণ করুক বাজিয়ে সোনার বীণ, শত মাস কালে ফিরে ফিরে আসুক তানজিলার জন্মদিন। ---শুভেচ্ছান্তে ব্লগবাসী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।