বন্ধ জানালা, খোলা কপাট !
তুমি আমার ভোরের বকুল
দুপুর বেলার পদ্য
হাত বাড়ালেই ফুড়ুৎ মারো
অকেজো সব, তাবিজ-কবচ-বদ্য
হাসি তোমার কাঁচভাঙ্গা রিনঝিন
বুকে ব্যথা চিন চিন চিন !
তোমার জন্য জারীর কবির জাঝা
কি সহজে করলে এ বুক ভাজা ভাজা ভাজা !
তুমি আমার প্রাণের দাহে-
এক ফোঁটা জল
ওহ্ না, জল নাওগো খলনায়িকা
ছল তুমি ছল !
ব্যলকণিতে দাঁড়িয়ে তুমি
বাঁকা চোখে চাহো
হাত ইশারায় ডাকো আবার
ভাব মারিয়া থাকো
তুমি আমার দুরন্ত পথ
আমি পথিক
গোঁত্তা খাওয়া ঘুড়ি আমি
তুমি সঠিক ।
এমনি করে সাঁজ-প্রভাতে
চাঁদ জাগা নিশুত রাতে
হৃদয় ঘরে বাদ্য বাজাও
নাকে দরি লাগায়া তুমি
নাচাও আমায় নাচাও !
২৪.০৫.০০৮
(এইখানে কেহ সাহিত্য খুঁজিবেন না ! ইহা নিতান্তই বিটলামী ! )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।