"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
ছোটবেলায় স্কুলে যেতাম পাশের বাসার একছেলে পারভেজের সাথে, ও আমার এক ক্লাস উপরে পড়তো। আমার ছিল বিখ্যাত এক স্যুটকেস যা নিয়ে আমি স্কুলে যেতাম। ছোটবেলা থেকেই আমি সবসময়ই সময়ের ব্যাপারে সচেতন তাই আমি স্কুল শুরুর বেশ কিছুক্ষণ আগে ওদের বাসায় ওকে ডাকতে যেতাম। মহারাজ কুটুবাবু আম্মুর কাছে তার সকালের পড়া দিতো তারপর সকালের নাশ্তা খেতো তারপর মায়ের আচলে মুখ মুছে স্কুলের পথে রওনা হতাম আমরা। আমি হাবার মত প্রতিদিনই ওদের বাসায় যেয়ে ওয়েট করতাম, স্কুলে দেরি হতো, আম্মুকে বলতে হবে এই বুদ্ধিটুকুও ছিল না।
যেহেতু স্কুল সামান্য দূরে আর আম্মু ওর সাথেই যেতে বলতো এভাবে ২ বছর হাবামি করেছি
একবার স্কুলে রেজাল্টের দিন রেজাল্ট দিতে দেরি আছে দেখে আমি আর বুবু মুড়ি চানাচুর কিনে খেলাম। পারভেজের বোন বুবুর ক্লাসমেট ছিল, বাসায় এসে আম্মুর কাছে নালিশ করলো, আমরা ২ বেচারি বকা খেলাম
ক্লাসফোরে থাকতে আমাকে রোল অনুযায়ী মনিটর বানানো হয়েছিল। সে এক করূণ অভিজ্ঞতা কারো নাম লিখলেই সে এসে বলতো, তুমি পারলে আমার নাম লিখতে!!! আমি লজ্জিত হয়ে সাথে সাথে নাম মুছে দিতাম।
ক্লাস ফাইভে আমি ল্যাবরেটরী স্কুলে ভর্তি পরীক্ষা দিলাম। পরীক্ষার ১৫ মিনিট আগে এক ম্যাডাম বললেন আর একট্রা কাগজ দিবেন না।
এই শুনে আমি ভয়ে আর কাগজ চাইলাম না। খুব কষ্টে কিছু প্রশ্ন লিখলাম আর কিছু পারা প্রশ্ন ছেড়ে আসলাম। পরীক্ষা শেষে বাইরে আসার পর আমার কাজিন আমাকে বলল, পরীক্ষা কেমন হল? আমি কোন জবাব দিলাম না। এরপর বাসায় এসে যখন বললাম আম্মুকে, এইবার ভাইয়া আমাকে দিল ঝাড়ি, যখন স্কুলে বসে জিজ্ঞেস করলাম তখন কেন বললা না!! গটগট করে হাটা দিলা!! তখন যদি বলতা তাহলে তো আমি ম্যাডামকে বলতে পারতাম । সেদিনও আমি কিছুই বলতে পারি নি কারণ আমি হাবা ছিলাম পরে যখন চান্স পেয়েছিলাম তখন একটু মাফ পেয়েছিলাম।
এরপর নতুন স্কুলে কিছু মেয়েদের অনেক আন্তরিক মনে হল, ভাবলাম বোধহয় এরা বেশিই ভাল। একদিন ওদের মধ্যে একজন আমাকে ক্লাসের মাঝখানে পানি খেতে বাইরে নিয়ে গেল, স্কুলে মেয়েদের আর ছেলেদের জন্য আলাদা টিউবওয়েল ছিল। কিন্তু ও সেগুলো বাদ দিয়ে হোস্টেলের টিউবওয়েলে পানি খেতে গেল। এরপর মাঠের পাশের একটা নারকেল গাছের কাছে এসে দেখলাম ওর হাতে একটা চিঠি যা আমি এতক্ষণ খেয়াল করি নি, সেটা সে একটা ইট চাপা দিল তারপর দেখলাম ক্লাসটেনের একটা ছেলেও ওইখানে আগে থেকেই অপেক্ষা করছিলো। আমি হাবা ছিলাম তাই চোখে দেখি নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।