মাঝে মাঝে নি:সঙ্গতা গ্রাস করে আমায়, জীবনের মানে খোঁজা তখন আমাকেই মানায়
১ম লোক: যেদিন বিয়ে করে ঘরে বউ আনলাম সেদিনই ঘরে ডাকাতি হয়ে গেল।
২য় লোক: বিপদ কখনো একা আসে না।
একজন লেখক তার গ্রন্থের উৎসর্গ পত্রে লিখলেন- ”আমার স্ত্রীকে, যার অনুপস্থিতি বিনা এই গ্রন্থ লেখা সম্ভব হত না। ”
স্ত্রী: তুমি বোকার মতো কথা বল কেন?
স্বামী: যাতে তুমি সহজে বুঝতে পার।
পরিচালক: আমার ছবিতে তোমাকে একটা মূর্খের রোল দিতে পারি।
অভিনেতা: কি ভাবে অভিনয় করব বলে দিন।
পরিচালক: একদম স্বাভাবিক থাকবেন।
ডাক্তার: আপনার রোগটা সঠিক ধরতে পারছি না। মনে হয় বেশি মদ খাওয়ার জন্য এমন হয়েছে।
রোগী: তা হলে আপনার মাতলামো কমার পরে আসি?
দৈত্য: বুদ্ধি চাও নাকি টাকা চাও?
লোক: বুদ্ধি চাই।
দৈত্য: আজ থেকে তোমার অনেক বুদ্ধি হয়ে গেল। ইচ্ছে তো পূরণ হল, কিন্তু মন খারাপ কেন?
লোক: বুদ্ধি পাওয়ার পর মনে হচ্ছে টাকাই ভালো ছিল।
যুবক: আমি নেীবাহীনিতে ভর্তি হতে চাই স্যার।
রিক্রুটিং অফিসার: তুমি সাঁতার জান?
যুবক: কেন স্যার আপনাদের জাহাজ নেই?!
প্রেমিকা: এইবার আমাদের বিয়ে করে নেয়া উচিত।
প্রেমিক: কিন্তু আমাদের বিয়ে করবেটা কে?
জাজ: আপনি আপনার স্ত্রীকে বাঘের খাঁচায় ছুড়ে দিয়েছেন এবং বাঘ আপনার স্ত্রীকে খেয়ে ফেলেছেন! এ ব্যাপারে আপনার বক্তব্য কি?
আসামি স্বামী: ধর্মাবতার, আমি জানতাম না যে চিড়িয়াখানার কোন প্রাণীকে বাইরের খাবার দেয়া নিষেধ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।