আমাদের বিরোধী দলীয় নেত্রী মারাত্মক গুণধর কলাম লেখক। শুনুন খালেদা জিয়া- দেশের মানুষ আপনার গোলাম কিংবা ক্রীতদাস নয় যে ইচ্ছেমতো তাঁদের মান-ইজ্জত নিজের সস্তা ঝুলিতে নিয়ে ফেরী করে বেড়াবেন। একাত্তরে যারা আপনার মুক্তিযোদ্ধা স্বামীকে হত্যার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিলো আজ আপনি কিনা তাদের কাছে গেলেন দেশ-রক্ষায় 'হস্তক্ষেপ' ভিক্ষা করতে? ভাসানী-মুজিব-জিয়া এরা এদেশের সন্তান ছিলো, আমেরিকার নয়। একাত্তরে পেট-ভুখা ভাতে-মরা এই বাঙালীরাই দেশ রক্ষা করেছিলো, আমেরিকার কেউ নয়। আপনি আমার, আমার দেশের চরম অপমান করেছেন আজ, আপনি এ দেশের শেকড় খুঁজে বের করে করজোড়ে মাফ চান।
এই দেশের মানুষকে পদে পদে আপনারা অপমান করেছেন, জাতিকে বছরের পর বছর পাদুকা মেরে চলেছেন। হায়া-লাজ-বুদ্ধি-বিবেক-দেশপ্রেম আপনাদের না থাকতে পারে, কিন্তু হাভাতে মানুষদের জাতীয়তাকে জুতা মারার প্রয়াস আর একবার করবেন তো সোজা অস্ত্র হাতে আরেকটি মুক্তিযুদ্ধের সূচনা করবে এদেশের মানুষ, ঝেটিয়ে বিদায় করবে আপনাদের মতো বিদেশী-পা-চাটা স্তাবকদের। দেশপ্রেমিক হলে এ দেশের মানুষের উপর আস্থা রাখতেন, এ দেশের মানুষকে আহ্বান জানাতেন 'গণতন্ত্র' রক্ষার জন্য, কোনো বিদেশী শক্তিকে নয়। আমেরিকাকে পূর্ণ শ্রদ্ধাভরে বলছি, খালেদা জিয়ার এই আহ্বান একান্তই তার ব্যক্তিগত, এ দেশের মানুষের নয়। খালেদা জিয়ারা কোনোদিন এদেশের মানুষের প্রতিনিধিত্ব করে নাই, কোনোদিন তেজগাঁও-এর প্রধানমন্ত্রী ভবনে যাওয়ার মতলবি উদ্দেশ্য ছাড়া দেশের পেট-ভুখা কোনো মানুষের কাছে ভোট ভিক্ষা করে নাই।
খালেদা জিয়াদের ধিক্কার! ধিক্কার! ধিক্কার! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।