আমাদের কথা খুঁজে নিন

   

এই সেই আ. করিম



এই সেই আ. করিম, যার প্রকৃত নাম কামরুল হাসান টুটুল । অবশষে তিনি ধরা পরেছেন। গত মাসে টানা ২০ দিন "যৌথ জিজ্ঞাসাবাদ সেলের উপ-পরিচালক" পরিচয় দিয়ে রাজশাহীর দূর্গাপুর উপজেলার পুরো প্রশাসনকে দাবরিয়ে বেরিয়েছে। প্রশাসনকে তার হুকুমের চাকর বানিয়ে ফেলেছিল। পুতুলের মত নাচিয়েছে প্রশাসনরে কর্তা ব্যাক্তিদের। ভাবা যায়, আমাদের প্রশাসন কত দুর্বল! তা না হলে একজন ব্যাক্তি কি করে এতদিন যাবৎ এতগুলো লোককে বোকা বািনয়ে চলে গেল? এবার বোঝেন কি পরিমান দুর্বল আমাদের প্রশাসন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।