এই বল্গে যেইখানে একবচ্ছরের চাইতে পুরানা নিক পাওয়াই দুষ্কর সেইখানে বল্গারগো স্বতস্ফুর্ত সংগঠন এটীম আইজ্কা তার দ্বিতিয় বছরে পা রাকতে যাইতাছে৷ বি-ঘ্রুপ, ইস্লাম ঘ্রুপ, ঘ্রুপ বল্গিং কত কিছু আইলো গেলো, কুনোটাই টিকা থাক্তে পার্লো না, অথচ এটীম শুধু সদর্পে ঘুইরা বেড়াইতাছে তাই না, রাজাকার ড়াজাকারগো বহুত পালের গোদারে বল্গস্ফিয়ার থিকা লাত্থি দিয়া বিদায় কর্তে সমর্থ হইছে৷ এটীমের লগে জড়িত হইতে পারাটা আমার বেক্তিগত জিবনের এক্টা সাফল্য মনে করতাছি৷ তয় এই সাফল্যের পিছনে রেগুলার এটীম সদস্যগো লগে লগে এটীম বান্ধব এবং সাদারন বল্গারগো ভুমিকাই বেশি৷ এটীম ওনেক ক্ষেত্রেই ক্যাটালিস্টের ভুমিকা লইছে, আসল হেভি লিফ্টিং কর্ছে আম জনতা৷ তাগো কাছে আমার ভিষন কৃতজ্ঞতা জানাই৷
১৯ শে মে ওফিশিয়াল জন্মদিন হইলেও এটীম আছে বল্গের শুরু থিকাই কওয়া যায়৷ হয়তো “এ-টীম” নাম নিয়া ছিলো না, কিন্তুক মনে মনে ছিলো৷ ২০০৫ এর ডিসেম্বরে উদ্বোধনের লগে লগে এইখানে ঘাতক রাজাকারের সদস্য উয়ালি, শাওন, মলি, শর্মি, দাদা, ভুত, মুক্তি, বেনামে উয়ামি এগো আবির্ভাব হইছিলো বল্গে৷ কেউ কেউ কয় বল্গের ভিতরের লুকেরাই এগিলিরে খবর দিয়া আনছে৷ যেম্তেই হউক শুরু থিকাই এই হারামি গুলার কাম ছিলো মুক্তিযুদ্ধরে অপমান কইরা জামাতি প্রচারনা চালানি৷ আগ্রহি হইলে পুরানা সেই পেজ গুলা একবার ভ্রমন কইরা আসেন৷ গালাগালিটাও শুরু কর্ছিলো ওয়ালি, দাদা, উয়ামি নামে বেনামে দুইভাবেই৷ তয় এই বরাহ নন্দনরা বরাবর বুজতে ভুল করে যে বাংগালিরা তার দেশরে ভীষন ভালোবাসে৷ যেই আবেগ নিয়া আমার বাপে ৭১ এ যুদ্ধ কর্ছে, একই আবেগ নিয়া আরেকবার দরকার হইলে আমিও বাংলাদেশের লাইগা যুদ্ধে যামু, যতদুরেই থাকি না কেন, দেশে ফিরা আইতে সময় লাগবো না৷ সুতরাং প্রতিবাদ আইতে থাকে অমি রহমান পিয়াল, হীরক লষ্কর, অপবাক, আড্ডাবাজ, সুমন চৌধুরি, হাসিমুখ, হিমু, রাসেল, মহুয়া, তিরন্দাজ পরবর্তিতে আরিফ জেবতিক, নজমুল আলবাব, চোর, অচেনা বাংগালি, আরন্যনক যাযাবর, শিমুল, এস্কিমো এরম অনেকের কাছ থিকাই৷ দুর্ভাগ্যজনকভাবে যুক্তি দিয়া কথা বুজার লাইগা উয়ালি, উয়ামি, শাওন বল্গে আসে নাই৷ তারা আসছে জামাতের প্রচারনা কর্তে৷ মাসুদা ভাট্টিরে বেন করা হইলে বল্গের প্রতম ধর্মগঠের সময় জামাতিরা মাসুদারে জঘন্য কুতসিত গালাগালি দিতে থাকে, যার ১০০০ ভাগের একভাগও এই বল্গে কোনোদিন কোনো মাইয়ারে কেউ দেয় নাই৷ কালক্রমে বল্গের সর্বকালের সেরা গালিবাজ আস্তমাইয়া আইলো, ত্রিভুজ আইলো৷ মুক্তিযুদ্ধের বিরুদ্দে এই দুইজন, ধানছিড়ি রে লইয়া ভিষনভাবে কেম্পেইন শুরু কর্লো, যথারিতি ধর্মের হিজাব পইড়া৷ ডিসওনেস্ট বল্গিংএর ধারাটা আস্তই শুরু কর্ছিলো, কৌশলে মিথ্যা দিয়া সত্য ঘটনার ভুল বেখ্যা করায় উনার জুড়ি ছিলো না৷ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যুক্তি, তথ্য প্রমান সহকারে পোস্ট দিলেও কোন লাভ হইতো না৷ বরঞ্চ শত শত নিক নিয়া জামাতি চক্র নানাভাবে মুক্তিযুদ্ধকে ব্যঙ্গ করতে থাকে৷ আসলে শুয়োররে মহাকাব্য পড়াইলেই যে মানুষ হয়া যাইবো এই কথাটা কেউ বুজতে পারতেছিলো না৷ যেরম কুত্তা তার লাইগা সেরম মুগুর দর্কার৷ বল্গে মাসের পর মাস শোষিত হইয়া, অনেক সময় বল্গের পেছনের লোকগো প্রত্যক্ষ মদদে আহত হইয়া, সাধারন বল্গাররাই প্রতিবাদের ভাষা পরিবর্তন কর্তে বাধ্য হইলো৷ তারই ফলশ্রুতিত এগ্দিন জন্মাইলো এটীম৷
এটীমের জন্ম একরকম ভবিতব্য ছিলো৷ ১৯ শে মে ২০০৭ এ না হইয়া অন্য যে কোন দিন হইতে পারত৷ এটীম নাম না হইয়া অন্য কোন নাম হইতে পারত৷ কিন্তুক মিথ্যাচারি অত্যাচারি শোষক, আর তাগো পদলেহনকারি সুশিলগো বিরুদ্ধে এটীম বারবার জন্মাইছে, বল্গে, বাস্তব জগতে৷ এইটা মানবধর্মের এক্টা সাধারন প্রক্রিয়া৷ আইজুদ্দি, অমি পিয়াল, হাসিব, হোসেইন, শমশের, অলৌকিক, জেনারেল, মনিটর, লালু, অমিত এরা এটিম না বানাইলে এগ্দিন নাজিরুল, শারফু, রাশেদ, মুকুল, সুশান্ত, মেন্টাল এরা মিল্লা এটিম বানায়া ছাড়তো৷ মানুষের এই ধর্মটাই আমার ভাল্লাগে, শ্রদ্ধা করি৷ অনেকসময় শুধু এই এক্টা কারনেই বাইচা থাকার প্রেরনা পাই৷
বেক্তিগতভাবে এটিমের কমরেডগো সাহচর্য আমি ভিষনবাভে উপভোগ কর্ছি৷ মেধাবি মানুষগো দিকে আমার এক্টা সহজাত দুর্বলতা আছে, সেই কারনে ওনাগো লগে সেন্ট্রাল কমান্ডে বইসা আড্ডা মারতেও ভালা লাগতো৷ জিবনরে ভিন্নভাবে দেখতে শিকছি এটিমে আইসা, পিছনফিরা তাকাইলে বুজি এই অভিজ্ঞতাটা না হইলে ওনেক কিছু ওজানা থাক্তো৷
একবছরের মাথায় বল্গটারে ১৮০ ডিগ্রি টার্ন নেওয়ানো গেছে এইটা এক্টা বিরাট সাফল্য৷ এখন এইটা ধইরা রাখতে হইবো, আর এই সাফল্য বল্গের বাইরেও ছড়ায়া দিতে হইবো৷ সেইটা এক্টা বিশাল চেলেঞ্জ, তয় আমি নিশ্চিত আম্রা সবাই যদি একলগে কাম করি এগুলার কুনোটাই সমস্যা হইবো না৷ বাংগালি আইলসা, তয় একবার পিঠ ঠেইকা গেলে পাহাড় ঠেলতে পারে, ঐটাই করতে হইবো৷ আমার এক্টাই প্রত্যাশা গনতান্ত্রিক মুল্যবোধ আর ৭১ এর সংগ্রামের মুল চেতনা থাইকা আম্রা যেন বিচ্যুত না হই৷ এই দ্যাশটারে ওথবা পৃথিবিটারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার লাইগা বাসযোগ্য কইরা রাইখা যাইতে হইবো, রেসিস্ট, ফান্ডামেন্টালিস্ট সবজাতের ঘাতক চক্র থিকা মুক্ত কইরা৷
ভিভা এটীম৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।