mdsakature@yahoo.com
আমি তখন ডিগ্রী সেকেন্ড ইয়ারে পড়ছি। আমার বন্ধু-বান্ধবীদের মাঝে একজন বান্ধবী ছিল যার নাম রুমি। ও খুবই সহজ সরল ছিল। ও ছিল হিন্দু। খুব ভালো একটা মেয়ে।
একদিন কলেজে গিয়ে দেখি এখনও কেউ আসেনি শুধু রুমি এসেছে আর একপাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম-এই রুমি! চল আমরা দুজনে কিছু খেয়ে আসি।
ও বলল, চল্।
তারপর আমরা একটা ফাস্ট ফুডের দোকানে গেলাম। দোকানের ছেলেটা বলল- কি খাবেন ভাই?
আমি বললাম, সমুচা দেন দুজনকেই।
ছেলেটা ছোট করে বলল- ভাই, এটা বিফ্ সমুচা। এই কথাটা আমি খেয়াল করিনি। তারপর দুজনে খেতে লাগলাম। রুমি বলল- সেকেতুর, তুই কি জেনে নিয়েছিস এগুলো ছাগলের মাংস দিয়ে তৈরি কি না?
আমি বললাম - কেন রে?
ও বলল- কারণ আমি যে গরু খাবো না।
ততক্ষনে দুজনের পেটে চলে গেছে ৪টা সমুচা।
আমি জিহ্বায় কামড় খেলাম আর ততক্ষণে রুমি বুঝতে পারল ব্যপার কি। ও খুব বমি করতে লাগল।
এখনও ঘটনাটা ভাবলে আমার খুব খারাপ লাগে। যদিও আমি ইচ্ছে করে কোন কিছু করিনি। রুমিও আমাকে ভুল বুঝেনি, কারণ ও জানে আমি কি রকম।
বন্ধু, তোকে এই অধম বন্ধুটা অনেক মিস্ করে।
যেখানে থাকিস, ভালো থাকিস। Missing u!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।