আমাদের কথা খুঁজে নিন

   

সৎ রাজাকার নিজামীরে গ্রেপ্তার এবং কিছু কথা ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

কিছুক্ষন আগে আলোচিত গ্যাটকো মামলায় ৭১'র রাজাকার বাহিনী প্রধান জামতে পিছলামির আমির সৎ রাজাকার নিজামীরে পুলিশ ধৈরা নিয়া গেছে । এর পর থেকে কিছু ব্লগার তার মুক্তি চেয়ে পোস্ট দিয়ে মায়া কান্না শুরু করছে । আইনের শাষনের প্রতি বিশ্বাস আর নেতার প্রতি আস্হা থাকলে বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকেন । নিজামী যদি দূর্নিতী না করা তা হলে আপনাদের ভয় কেন ? আপসুস সৎলোকের শাষন আর আল্লার আইনের দাবীদাররাও জেলে বৈসা তজবী গুনতে হবে দেইখা । সৎ রাজাকারের ফাঁসি চাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।