আমাদের কথা খুঁজে নিন

   

জাল ছেঁড়া নদী

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

নাব্যতা হারালে নদী'র বুকে খাঁ খাঁ চর জাগে জাল ছেঁড়া নদীও গতি হারায় পলির স্তুপে; অথবা আমরাই পোড়াই নদী'র শ্মশান, তার রুপালী জমিনে চিক চিক ক্রুর হাসি। উঠোনে জাল পাতি রোদের শরীরে মেলে লেগে থাকা আবর্জনা বাছি পরম যত্নে; মাছ শিকারে যাবো পূর্বপুরুষের মতো, জীবনের টানে জীবিকার টানে। আহা! মাছেরা উদ্বাস্তু, জল নেই জাল ছেঁড়া নদীর বুকে; শুন্য জাল বুভুক্ষু ভিটায় দোলে... - - - ছবি কৃতজ্ঞতা মাইজদী, নোয়াখালী ১৮ মে, ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।