আমাদের কথা খুঁজে নিন

   

নীল রাত্রির জ্যোৎস্নায় / সানাউল্লাহ সাগর

নিকোটিনের মঞ্চে বারুদের ঘোড়া; নাভীমূল ঘিরে মধ্যরাতের ভবঘুড়ে। বিনোদন অপেরার দোলনায় জ্যোৎস্না পঞ্জিকার রূপালি হরফ। নিশানায় বাধা আছে রহস্যের ফিতে। সাদা রুমালে জড়ানো সমাজ এড়ানো পুঁথি; পাঠ শেষে অস্থির উম্মাদনা। ধীর পায়ে কিশোরীথান রঙিন আল্পনার মোহে শূন্যে।

অন্ধকারও হজম করেছে বহু আলোকিত শামিয়ানা- শেষ বয়ানে তার চিহ্ন স্পষ্ট। রতিপাতে মুছরে পড়লে ধ্যান- আমি হেসে উঠি বেখেয়ালে। জ্বলন্ত চিতায় ডুবিয়ে দুধহাত তুলে আনি অতিসত্যের তম্রলিপি। তার সাথে সহস্যে জেগে ওঠে অনাদরে ঘুমিয়ে থাকা চড়ুই। বিশ্বাস -অবিশ্বাসের মাঝে দাড়ানো জ্যোৎস্না-ভয়ে ছুঁই না।

২৬-০১-১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।