আমাদের কথা খুঁজে নিন

   

দুই নেত্রীকে জন কেরির চিঠি

সমাজ থেকে কল্পিত দ্বন্দগুলো দূর হোক।

দ্রুত ইতিবাচক সংলাপে বসার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। চিঠি দুটি গতকাল রোববার ঢাকায় পৌঁছেছে। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আজ সোমবার সকালে প্রথম আলো ডটকমকে চিঠির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। চিঠির প্রতিপাদ্য সম্পর্কে সাবেক এ পররাষ্ট্রসচিব বলেন, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ইতিবাচক সংলাপে বসার তাগিদ দিয়েছেন।

তিনি আরও বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আহ্বানে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁদের। জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত ২৩ আগস্ট দুই নেত্রীকে ফোন করেন। ফোনালাপে রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকে তিনি সংলাপে বসার তাগিদ দেন। এর এক মাসের কম সময়ের ব্যবধানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সংলাপের তাগাদা দিয়ে চিঠি দিলেন। বান কি মুনের ফোন পাওয়ার দুই দিন আগে ২১ আগস্ট চীনা রাষ্ট্রদূত লি জুন দুই দলকে সংলাপে বসার আহ্বান জানান।

তবে সংলাপে বসার ব্যাপারে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দুই দলকে আনুষ্ঠানিক তাগাদা দিল। এর আগে গত ২৬ মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন বাংলাদেশ সফরে এসেছিলেন। সফরসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তাঁর বৈঠকের কথা থাকলেও শারমেন শেষ পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেননি। তিনি যেদিন বাংলাদেশে এসেছিলেন, সেদিন বিরোধী দল হরতাল ডাকায় তিনি তাঁর সফরসূচিতে পরিবর্তন আনেন বলে ধারণা করা হয়। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।