চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
এমনি কয়দিন ধরে সা, ই, মার্কেট সরগরম। অনেক হেরো হেরোইনদের পাসওয়ার্ড চুরি হয় বলে শুনি। আর, আমার মতো সাধারণ ব্লগার গো তো দেখি কিছুই হয় না। তার মধ্যে আবার নতুন ক্যাচাল।
এখন লগিন করার সময় উজার নেম ও পাসওয়ার্ডের সংগে কিসব আবার ছোট বড় লেখা টাইপ করতে হয়।
এটা কি অটোমেটিকভাবে লগিন বন্ধ করার জন্য? কিন্তু, বিশ্বের সব বাঘা বাঘা সাইট থেকে শুরু করে কোন সাধারণ ব্লগিং সাইটে পর্যন্তও এরকম বা সেইরকম সিকিউরিটি দেখি নাই। আমি ভাই মুর্খ্য মানুষ। কম্পিউটারে মুভি পর্যন্ত দেখতে গেলেও ছোট ভাইয়ের লেখা ম্যানুয়েল পড়ে নিতে হয়।
সত্যিই কি, এভাবে হ্যাকিং বন্ধ হয় (যদি হয়)? অটোমেটিক লগিন বন্ধে কিন্তু এই জাতীয় সিকিউরিটি তখনই আসে যখন একটি নির্দিষ্ট বার পর্যন্ত লগিন ইনফো ভুল থাকে, তাই না? প্রথম বারই থেকেই হয়, এরকম দেখিনি।
আমার উজার নেম ও নতুন পাসওয়ার্ড এখন ১০ অক্ষরের। আবার, সংগে দিতে হয় নতুন করে ৬ অক্ষর। মোট ২৬টি। মানে, একটু খানি হের ফের হলেই আবার ২৬বারের সেইরকম ঝামেলা। প্লাস, মন মর্জি খারাপ থাকলে তো বেড়া ছেড়া অবস্থা হয়ে যাবে।
ব্যাপারটা আসলেই বিরক্তিকর। আশা করি, ডেভোলপাররা কার্যকরী রাস্তা খুজে নেবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।