জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে
মৃত মেঘের ডানাতে চড়ে
সপ্নগুলো কেনো ফেরারি ঘুরে
মেঘ বালিকার সপ্ন অনেক
ভুলিয়ে দেয় বাস্তবতাকে
মনের সকল ভাবনা শেষে
এক বিন্দু অশ্রু এসে
হারিয়ে দেয় সপ্নকে
আকড়ে ধরি জীবনটাকে
বেছে নিতে হয় বাস্তবকে
মেঘ বালিকার সপ্নগুলোর
এই ভাবেই অজান্তে সমাধি ঘটে
মেঘ বালকের পথটি চেয়ে
মেঘ বালিকা নতুন সপ্ন বুনে
বালির বাধের সপ্ন সে যে
গুড়িয়ে পড়ে বাস্তবতার হাওয়াতে
মৃত মেঘে তবুও যে
ঝরে পড়ে বৃষ্টি হয়ে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।