আমাদের কথা খুঁজে নিন

   

Timeline,Subscribe Button এর পর Facebook এ নতুন সংযুক্তি Graph Search..

ক্ষমতা কেউ দিয়ে দেয় না, ক্ষমতা অর্জন করতে হয়। হ্যাঁ, জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এ নতুন সংযুক্ত হতে যাচ্ছে গ্রাফ সার্চ নামে একটি অপশন, যার মাধ্যমে আপনি আপনার হোম পেজ এ বসে আপনার বন্ধুর বা তার বন্ধুর বা পরিচিত কারো নাম জানা থাকলেই হবে তা দিয়ে সেই পরিচিত জনের ফটো, ফ্রেন্ড, পেজ, আরও নানা রকম কিছু হোমে বসেই সার্চ দিয়ে বের করতে পারবেন। অর্থাৎ আপনাকে কারো প্রোফাইল এ ঢুকতে হবে না, সার্চ বক্স থেকেই বের করতে পারবেন। এবং পাবেন ফেসবুক এর নিউ লুক। এর জন্য আপনাকে প্রাথমিক ভাবে জয়েন করতে হবে।

এবং যেহেতু এটা জানুয়ারি মাসে ছালু হয়েছে তাই এটা আপনার প্রোফাইল এ একটিভ হতে ৭ দিন এর মতো সময় লাগবে। তো আসুন আমরা গ্রাফ সার্চ অপশন এ জয়েন করে রাখি। প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করুন তারপর একদম নিচে গিয়ে জয়েন করুন। তারপর কিছুদিন পর আপনার প্রোফাইল এর হোম পেজ এর উপরে একটি লেখা আসবে এবং সেখান থেকে অ্যাক্টিভ করে নেন। এবার গ্রাফ সার্চ উপভোগ করুন।

নিচে আমার প্রোফাইল এর ছবি দেওয়া হল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।