একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
গতকাল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি ছবি দেখে আবারো মনটা খারাপ হয়ে গেল। ব্রেনের ভিতরে এক অদ্ভুত জ্বালার টের পেলাম। কষ্টে মনটা বিষিয়ে উঠলো আবারো। না আমি কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলবো না। আমি মানুষের হয়ে কথা বলবো।
এই ছবি গুলো ঘুরে ঘুরে ছাপা হয় পেপারে আমি খেয়াল করেছি। কিন্ত এটা মোটেও ঠিক না। কারণ এই মৃত মানুষগুলোর অনেক আত্মীয় স্বজন বেঁচে আছে তারা যখন এই ছবি গুলো পেপারে দেখে তখন তাদের মানসিক কি অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন। পুরোনো ব্যথা চাগা দিয়ে উঠে। হ্যাঁ প্রথমবার ঘটনার ব্যাপকতা বোঝানোর জন্য ছবিটি ছাপানো যুক্তিযুক্ত।
কিন্তু প্রতিবার ছাপানো উচিত না।
পত্রিকার সম্পাদকগণের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। যেমন সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে কোন ধর্ষিতার ছবি ছাপানো হবে না। আগে ছাপানো হতো। এতে সেই মেয়ের সামাজিক ভাবে গ্রহনযোগ্যতা আরো কমে যেতো।
ছবি ছাপিয়ে উপকারের চেয়ে অপকার বেশী হয়।
সেই ছবি একুশে অগাষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে বোমা হামলায় মৃত দুই আওয়ামীলীগের কর্মীর ছবি।
বি:দ্র: এই পোষ্টটি আমি একটু আগেই দিয়েছিলাম অনেক গুলো ছবি দিয়ে। সেই পোষ্টে ছবি ইনসার্টে কিছুটা সমস্যা ছিল। এছাড়া রাগিব ছবি গুলো সরাতে অনুরোধ করেছিল।
তাই সরালাম। কিন্তু বিষয়বস্তুটা বোঝানোর জন্য একটি ছবি দিলাম একটু অন্যভাবে। রাগিব আমি আগের পোষ্টটি মুছে ফেলেছি। আপনি আবার কমেন্ট করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।