আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি আমি সাতার ভুলেই যাব?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

অনেক কষ্ট, ত্যাগ তিতিক্ষার পরে আমি সাতার শিখিলাম। ডুবিয়া, চুবিয়া একাকার, কিন্তু সাতার শিখিতেই হইবে এমন পন করিয়া ঢাকা শহরের সবগুলা সুইমিং পুলের পানি খাইলাম সরাবান তহুরার মত। যখন পুরোপুরি ভাসিয়া শিখিতে অভ্যস্ত হইলাম তখন এই আকাশ বাতাস ধরনীতল সবকিছু আমার কাছে সমুদ্রবক্ষ মনে হইল। আমি সেই বিশাল শূন্য প্রান্তরে সাতার কাটার জন্য যখন প্রস্তুতি নিলাম তখনই বিনা মেঘে বজ্রপাত নামিলো। যার উৎসাহ ও দিকনির্দেশনায় আমার সাতার শেখা সে ডুবিয়া গেল। ব্লগসাগরে তার টিকিটি আর দেখা যাইতেছে না। সাতারের হাত ধরিয়া ব্লগে একটা হৈচৈ ফেলে দেয়ার আর সুযোগ হইলো না। ওদিকে প্রাকটিচের অভাবে আমার সাতারও বিফলে যাচ্ছে। তবে কি আমি সাতার ভুলেই যাব?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।