আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!
সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা আমার নাই। কোন কর্মশালা ও কোন দিন করিনাই। তারপরও খারাপ লিখি বলে মনে হয়না।
যে লোকটি হাতে কলমে আমাকে সাংবাদিকতা শিখিয়েছেন তিনি হচ্ছেন প্রথম আলোর সাবেক সিলেট ব্যুরো চিফ আহমেদ নূর ভাই। তিনি নিজ হাতে আমাকে শিখিয়েছেন সাংবাদিকতার প্রাথমিক সব দিক।
তাই সাংবাদিকতার গুরু বা শিক্ষক বলতে তাকে ছাড়া অন্য কাউকে বুঝিনা।
পরবর্তিতে আমাকে সাহায্য করেছেন প্রথম আলোর সাবেক সিলেট প্রতিনিধি, যায়যঅযদিনের সাবেক সিলেট ব্যুরো প্রধান , মানব জমিনে ঢাকার সাবেক স্টাফ রিপোর্টার, সপ্তাহিক সাবেক ২০০০ এর স্টাফ রিপোর্টার বর্তমানে গোলাম মোতার্জার নের্তৃত্বে প্রকাশিতব্য একটি সাপ্তাহিকের স্টাফ রিপোর্টার পার্থ সারথি দাস।
তার প্রতিও আমি অনেক কৃতজ্ঞ।
এছাড়া বর্তমান বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার ফরুক মেহেদীর কাছে আজীবন কৃতজ্ঞ। তার অনেক অবদান রয়েছে আমার সাংবাদিক হওয়ার পিছনে।
যা লিখে নয় কেবল অনুভব দিয়ে বোঝানো যাবে।
প্রথম আলোর কুমিল্লাহ এর স্টাফ রিপোর্টার গাজিউল হক সোগাগ, বিডি নিউজ ২৪ ডট কমের সাব এডিটর এহছান লেনিন ওনাদের কাছেও আমি কৃতজ্ঞ। অনেক কিছু শিখিছি তাদের কাছে।
এছাড়া অনেকের সাথে ভালো পরিচয় না থাকার পরও লেখা ছাপিয়ে সাহায্য করেছেন। এদের মধ্যে রয়েছে প্রথম আলোর সাব এডিটর পল্লব মোহাইমেন, আনন্দ পাতার কবির বকুল, পড়াশোনা পাতার মাহমুদ প্রমুখ।
নিউজের শাহেদ মোহাম্মদ আলী,।
আলোকিত পাতার সারোয়ার উল ইসলাম । যে মানুষটি আমার জন্য কিছু না করেও অনেক করেছেন।
যায়যায়দিনে ছোটন ভাই , টোকন ভাই, , রমেন দা, উনারাও সাংবাদিক হওয়া পথকে সহজ করে দিয়েছেন।
এছাড়া যে সব সাংবাদিক বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন ও করে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন যায়যায়দিনের (বর্তমান প্রথম আলো) মাহবুব মোর্শেদ, জাহিদুল কবীর রুবেল।
আমিন আল রশিদ, ।
বিডি নিউজ ২৪ ডট কমের জাহিদ ভাই প্রমুখ।
এছাড়াও অনেক সাংবাদিক ভাই অনেক ভাবে সাহায্য করে যাচ্ছেন। আমি সবার নাম না বললেও সবার কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ।
চলবে..............................................................................................!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।