ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়া- বাংলাদেশের গণতন্ত্র বাঁচান শিরোনামে একটি নিবন্দ্বে অনেক কথাই লিখেন আমেরিকা আমাদের স্বাধীনতা যুদ্বে অনেক সাহায্য করেছে । ইউনুস কে নোবেল দেয়া খুবই যৌক্তিক আর হাসিনাকে নোবেল দেবার প্রশ্নই আসেনা ইত্যাদি ইত্যাদি । এই সমস্ত ব্যপারে আমাদের কিছু যায় আসে না। কিন্তু গার্মেন্টসের বিষয়ে আপনি লিখেছেন "শেখ হাসিনাকে অবশ্যই বোঝাতে হবে যে, যারা শ্রমিক অধিকারকে সমর্থন করেন এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিরোধিতা যারা করেন তাদেরকে যদি মত প্রকাশ করতে দেয়া না হয় তাহলে বাণিজ্যের ক্ষেত্রে যে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে তা প্রত্যাহার করা হবে।" আপনার কথা যদি ঠিক বুজে থাকি সরল ভাষায় তাহল আপনি শ্রমিক অধিকার সমর্থন করেন এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিরোধিতা করেন , এই জন্য হাসিনা আপনাকে কথা বলতে দিচ্ছে না । আর সে জন্য আমেরিকার উচিত বাণিজ্যের ক্ষেত্রে যে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে তা প্রত্যাহার করা । হাসিনা আপনাকে কথা বলতে দিচ্ছে কি দিচ্ছে না , আপনি সংসদে অবাধে আপনার বক্তব্য রাখতে পারছেন কি পারছেন না , আপনি কতটা শ্রমিক দরদী সে তর্কে না গিয়ে আপনার কথা সর্ব সত্য মেনে নিলাম। তারপরও আপনার কতটা উচিত হয়েছে বা আপানার কি অধিকার আছে প্রধান বৈদিশিক মুদ্রা অর্জনকারী খাতটির বিরুদ্বে কথা বলার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।