mojnu@ymail.com
প্রধান উপদেষ্ট ড.ফখরুদ্দিন আহম্মেদ জাতির উদ্দেশ্যে ভাষনে ৯শর্তে ঘরোয়া রাজনীতি উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছেন। কিন্ত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের নির্বাচনে কয়টি শর্ত থাকবে তা তিনি বলেননি।
প্রধান উপদেষ্টার উল্লেখযোগ্য কয়েকটি উক্তি :
* এ বছর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই নবম জাতীয় সংসদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
* আগামী ২২ মে থেকে আমরা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করবো।
* আগামীকাল(আজ মঙ্গলবার) হতে দেশব্যাপী ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
* নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি ও নির্বাচনী প্রচারণা সহজতর করার জন্য আমরা প্রয়োজন অনুযায়ী যথাসময়ে জরুরি আইন ও বিধি-বিধানের সংশ্লিষ্ট ধারা স্থগিত বা শিথিল করবো।
* নির্বাচনের পূর্বেই সংশ্লিষ্ট সকল বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি ‘জাতীয় সনদ’ প্রণয়নের প্রয়াস নেয়া হবে, যাতে করে নির্বাচনের পরে সরকার ও রাজনৈতিক ব্যবস্থায় গুণগত উত্তরণ ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।