মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত ডাক্টার -সব মানুষ এখন সুস্হ-সবল অবস্হায় আছে। কারো অসুখ-বিসুখ হইতাছে না
পুলিশ -পোলাপাইন সব ভালো হইয়া গেছে। পকেটে বাবা-ইয়াবা-ডাইল লইয়া ঘুরে না।
উকিল -নিজেরা নিজেরা সবাই বিবাদ মিটাইয়া ফালাইতাছে।
আদালতে কেউ আর আসতাছে না।
বিচারক -বাদির হাতে তথ্য-প্রমাণ সব সুষ্পষ্ট। রায় এদিক-সেদিক করার সুযোগ নাই।
সাংবাদিক - দেশের পরিস্হিতি এখন শান্ত। গরম গরম কোন খবর পাওয়া মুশকিল।
রাজনীতিবিদ - জণগন এখন সচেতন হইয়া গেছে। মিষ্টি কথার প্রতিশ্রুতিতে কাজ হইব না।
পীর বাবা -সবাই ব্যবসা ধইরা ফালাইছে। ভয় লাগতাছে কোন সময় আবার জুতার বাড়ি খাইতে হয়।
ব্যবসায়ী - দাম বাড়ানোর জন্য অনেক মাল জমা কইরা গোডাউনে রাখছিলাম।
সব নষ্ট হইয়া গেছে।
আমি - আমার মাল্টিনিক জেনারেল করা হইছে কিন্তু পোস্ট প্রথম পাতায় আসতে দেয় না।
-----------------------------------------
এটা অলস মনের সরস কল্পনা। কারো সাথে মিলে গেলে কাকতাল মাত্র এবং এর জন্য লেখককে কোনক্রমেই দায়ি করা যাবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।