কাঠফাটা রোদে চান্দি ফেটে যাচ্ছে। এমনিতেই চান্দি আজকাল আর ঠান্ডা
হয় না। বাসে-বাজারে-রেস্টুরেন্টে সবখানেই গ্রাহ্যসীমার বাইরে গরম। তারওপরে কারেন্টের ৩৮ঘা। কাজের সময় বলুন আর ঘুমের সময় বলুন-একেবারে বেরসিক হাল।
এদিকে শোনা যাচ্ছে-তেলের দাম এই বাড়লো বলে। তারমানে জিনিসপত্রের দামের আবারো দফারফা। বার্মার সাথে আমাদের শোষকদের তাহলে তফাৎ কই? নাবুঝে কথা বলা মানুষের সংখ্যা কবে যে কমবে এইদেশে!বাড়িতে বাড়িতে নাকি এখন পাম গাছ লাগাতে হবে। এ যে দেখছি আরেক ইউকেলিপটাসকে আমন্ত্রণ। কেউ কেউ বলছেন-একইঞ্চি জমি খালি রাখা যাবে না,সবখানে চাষ করতে হবে।
হায়! এদের মাথায় পরিবেশ ভারসাম্যের কোন ধারনাই নাই। যেসব আলুর রেসিপির কথা বলা হচ্ছে-সেগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত তা কি সেই সব মাথামোটা নব্য রাষ্ট্রনায়করা একবারো ভেবেছেন?তাছাড়া প্রদর্শিত আলু রেসিপির সবগুলোতেই দেখা যাচ্ছে-অনুসঙ্গ হিসাবে প্রচুর তেল লাগে। এ যেনো সেই রুটি খেতে পায় না তো কি হয়েছে-কেক খাক অবস্থা। সব রঙ্গ,সব গরম মিলিয়ে চারদিকে কুল না কূল নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।