আমাদের কথা খুঁজে নিন

   

মা : স্রষ্টার মতো অসীম ক্ষমতাবান এক মহীরূহ



পৃথিবীতে এক অক্ষরের একটি মাত্র সুন্দর শব্দ আছে 'মা'। ইশ্- মা শব্দটা শুনলেই প্রাণ জুড়িয়ে যায়... ক্লান্ত শরীরে আলস্যের অবসাদ নেমে আসে, ক্ষুধা পেলে সেই ক্ষুধাও নিবৃত্ত হয় - মা এর স্নেহের স্পর্শে। ভেজাল মানুষের এই পৃথিবীতে এই এক খাঁটি জিনিস আছে - মা। আমি বিশ্বাস করি - মা'দের পায়ে হাত দিয়ে সালাম করা যায়... মায়ের পা ধরে বসে থাকা যায়... মায়ের পায়ে চুমু খাওয়া যায়... বিশ্বের শ্রেষ্ঠ মহাপুরুষ হযরত (স) তো বলেই গিয়েছের - 'মায়ের পদতলে জান্নাত'। এবং মহানবী হযরত মুহাম্মদ (স) পিতা অপেক্ষা মাতার অধিকারের কথা বেশি বলেছেন।

একজন মা সে যেই ধর্মের, যেই গোত্রের-ই হোক না কেন... তিনি 'মা' - সন্তানের প্রতি তাঁর অপরিসীম স্নেহ রয়েছে... তিনি দশমাস দশদিন গর্ভে ধারণ করেন প্রিয় সন্তানটিকে। এর জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয় তাকে... আহা ! সেই কষ্টেই মায়ের সুখ রে । মায়েরা খুব স্নেহপরায়ণ হন। সবার মা। সব মা।

সব সন্তানের মা। আমার মা। আপনার মা। তার মা। তাদের মা- সব মা ! মায়েরা সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না - একদম না।

উঁহু... কখনোই না। মায়েরা প্রয়োজনে অন্ধকার জগতে পা রাখেন শুধুমাত্র সন্তানের মুখে খাবার জোগাতে... সেই জগত ভীষণ কষ্টের জগত... সেই জগতের মেয়েগুলোর কষ্টও অনেক... যদিও আমরা সেটা উপলব্ধি করতে পারি না... যারা করেন তারা চোখ বন্ধ করে থাকেন আর যাদের অন্তরে স্নেহ বলে কিছুই নেই তারা তো... থাক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আজ বিশ্ব মা দিবস। আমার মাকে আমি শুভেচ্ছা জানাবো - আমাকে জন্ম দেবার জন্য। সেইসাথে সমস্ত ব্লগারদের 'মা'কে আমার অভিনন্দন।

আপনারা শুধু আপনাদের মা-কে বলবেন - হিমু রুদ্র নামের একজন পাগল ব্লগার আপনার কাছে দোয়া চেয়েছে, মা। তুমি তাঁর জন্য একটু দোয়া করো। HAPPY MOTHERS' DAY FOR ALL MOTHERS IN THE UNIVERSE ! ----------------00000000000---------------


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।