আমাদের কথা খুঁজে নিন

   

চিহুয়াহুয়া-নিঃসঙ্গের একান্ত সঙ্গী।



কুকুর প্রজাতির মধ্যে অন্যতম ছোট আকৃতির এই চিহুয়াহুয়া কুকুরের আদিবাস মেক্সিকোতে। অভিজাত্যে ও সুস্বাস্হ্যের অধিকারী এই ছোট কুকুরটির পা গুলো শরীরের তুলনায় বেশ পাতলা ও মুখমন্ডল ছোট আকৃতির হয়। কান দুটি অপেক্ষাকৃত লম্বা হয়। সাধারনতএরা লম্বায় ১৫-২৩ সেঃমিঃ পর্যন্ত হয় এবংএদের শরীরের ওজন ৯শত গ্রাম হতে সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত হতে পারে। এদের শরীরের লোম বড় এবং ছোট দু রকমের দেখা যায়।

যদিও আকৃতিতে এরা ছোট কিনতু এদের স্বভাব চরিত্র বড় কুকুরের ন্যয়। এদের শ্রবনশক্তি অত্যান্ত প্রখর এবং দ্রুততার সাথে সহজেই কামড় বসিয়ে দিতে পারে। ঘরের প্রহরী হিসেবে যে সকল গুন থাকা প্রয়োজন সবই এদের মাঝে দেখা যায়। এই ছোট বুদ্ধিমান প্রানীটি আদর ও ভালবাসার প্রতি কংগাল, বিরূপ আচরণ এরা বুঝতে পারে এবং অবহেলাকে মেনে নিতে পারে না। শীত এদের জন্য প্রতিকুল আবহওয়া।

ঠান্ডা এরা মোটেও সহ্য করতে পারে না। সে কারণে তাদের শরীরের দুর্বল স্হান চক্ষুদ্বয়কে ঠান্ডার হাত থেকে রক্ষা করা জরুরী হয়ে পড়ে। ঘরের বসার কক্ষটিকে এদের বসবাসের স্হান হিসেবে বরাদ্ধ করা হয়। এরা অত্যান্ত প্রভুভক্ত, প্রভুর সাথে ঘরে পায়চারী করা এবং বাহিরে সংক্ষিপ্ত পায়চারী করা ভীষন পছন্দ করে। মোটকথা নিঃসঙ্গের সঙ্গী হিসেবে এরা মানুষের সেবা দান করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।