বঞ্চিত, নিপীড়িতদের নিয়ে লেখা কবিতা
আমার ভালো লাগল আপনার ................
কালের দেয়ালে ঝুলে আছে তোমাদের নাম
পারিনি নামিয়ে আনতে কোনমতে আর;
তোমাদের অনাগত দিনগুলোকে প্রলম্বিত অথবা
আরো কিছুদিন বেঁচে থাকার পরিবেশ।
আমরা বেঁচে থাকা মানুষেরা ব্যর্থ এখনো
বাঁচাতে একগুচ্ছ নির্যাতিতা ফুলকলি,
নিপীড়নের তিতিক্ষায় শেষ প্রান্তে গিয়ে
নিজ হাতে ভেঙ্গে গুঁড়ো করে দিয়েছিলে
তিল-কণা-বিন্দু বিন্দু করে গড়ে তোলা
স্বপ্নের প্রিয় পৃথিবীকে....
আমি কি বুঝি না বলো?
স্বপ্নহীন পৃথিবীতে বেঁচে থাকা অর্থহীন!
জীবনের লাল রঙ-খোয়াবকে রাঙিয়ে নিলে রক্তে
এবং এঁকে গেলে শেষ চিত্র আমাদের তরে।
তোমরা ঝুলে আছো এ শংকিত সময়ের দেয়ালে
কারো গলায় পেঁচানো শাড়ী
নির্দয় রশি
কারো হাতে বিষময় নীল শিশি
মাত্রাছাড়া কীটনাশক
কারো বুকে সেঁটে আছে ঘাতকের ছোরা
আর ইতিহাসের কলংক
ধর্ষকের কুখ্যাত নাম.....!
কেন চলে যাবে না ধিক্কার দিয়ে আমাদের
কেন ওপার থেকে হৃদ-যন্ত্রণায় দহিত করবে না
এই বেঁচে থাকা ব্যর্থ জীবিতদের…..?
তোমাদের লাঞ্ছনাকালে যে আমরা ছিলাম
আপনারে ল'য়ে বিব্রত বিভোর
ত্রস্ত ভীরু কাপুরুষ নিকৃষ্ট অন্যায়ের কাছে
এবং সিংহ আসনে আসীনের মোহে অন্ধ
প্রাবল্য-কেশরে দেখতে পাইনি তোমাদের ব্যবচ্ছেদ।
আমাদের ক্ষমা করো না কোন দিন
কোন দিন......
যদি তোমাদের বিচার করতে না পারি!
এ কবির আকুল আবেদন কি রাখার মত-
"আর চলে যেও না......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।