লাল বাত্তি
'ঢুকে পড়েছি!' উত্তেজিত স্বরে টনি বলে উঠল। ও লস এঞ্জেলসের শহরব্যাপী ট্রাফিক-লাইট নিয়ন্ত্রণকারী মেইনফ্রেইম কম্পিউটারে এ্যাক্সেস পেয়ে গেছে। কিছুদিন আগে পৌর কর্তৃপক্ষের অধীনে তার আইটি-র চাকরিটা গেছে ওদের পে-রোল সংক্রান্ত কম্পিউটারটা হ্যাক করায়। টনি নিশ্চিত ছিল ওকে বরখাস্ত করার পর কম্পিউটার আর নেটওয়ার্কে যেসব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, তার সবই সে কাটিয়ে যেতে পারবে।
---------------------------------------------
শিভাল্রি
"আমাদের অবস্থা কেরোসিন। ডাঙা থেকে কমপক্ষে এক মাসের দূরত্বে সমুদ্রের মাঝখানে আমরা, ভরসা কেবল একটি মাত্র আংশিক পাল," রূপন বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।