আমাদের কথা খুঁজে নিন

   

৪২০ কবিতা সমগ্র

বিশেষ কিছু বলার নাই তবে এটুক বলার আছে খালি খিদা লাগে এমন কি খাইলেও খিদা লাগে :( রাত হোলে তোমার কথা পরে শুধু মনে আমার দুক্ষে শিয়াল কুত্তা কান্দে গহীন বনে। তোমার কথা ভেবে ভেবে ছিরছি কচি ঘাস ভাবছি আমি এ কি করলে দিয়ে গেলে বাঁশ। আমারও যে মুন চাই ধরি তোমার হাত কেটে যাবে নির্ঘুম সারাটি রাত। তুমি আমি গুনবো আকাশের ওই তারা আমরা শুধু থাকবো বেচে সব যাবে মারা। গুনে গুনে কেটে গেলো কতটি বছর তোমার কথা পরলে মনে,বুকে মারে যে মোচর। কি ছিল ভুল আমার কি ছিল দোষ? বালুবাসি বললে তোমায় করো যে ফোঁস ফোঁস। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই গলায় আমি ফাসি দিমু দড়ি গেলো কই????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।