...ফেলে আসা দিন তার মিছে মনে হয়...
রবি ঠাকুরের উপন্যাসের প্রেমে আমি ঠিক কবে পড়েছি বলতে পারছি না । মনে আছে খুব বেশি আগে নয় । সম্ভবত এস.এস.সি পরীক্ষার বন্ধের সময় । রবি বাবুর বেশ কিছু উপন্যাস আমার সারাদিনের সাথী হয় । আর তখনই মনের অজান্তে আমি তার ভক্ত হয়ে পড়ি ।
প্রথম দিকে শুধু তার উপন্যাস গুলোই খুব মনোযোগ দিয়ে পড়েছিলাম । কেননা অন্য কিছু পড়তে আমার তেমন ভালো লাগে না যতটা উপন্যাস পড়তে লাগে । আর এভাবে বলতে নেই, আমি সত্যি তার লেখার প্রেমে পড়ে গেলাম । প্রতিটি চরিত্র যেন আমাকে ছুঁয়ে যেতে লাগলো । অদ্ভূতভাবে চরিত্রগুলো আমার সামনে এসে হাজির হলো ।
আর তার লেখার প্রতিটি লাইন আমার মনকে স্পর্শ করলো ।
সেই থেকে শুরু । তারপর থেকে তার কবিতা, ছোট গল্প সবকিছু আমি খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছি । আর আমার যোগ্যতায় যেটুকু বুঝেছি তাতে শুঢু এটাই মনে হয়েছে - তার প্রতিটি লেখা এক একটি নোভেল প্রাইজের দাবি রাখে ।
রবি ঠাকুরের জন্মদিনে আমার অন্তরের সব টুকু শ্রদ্ধা আর অনেক শুভেচ্ছা রইলো...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।