কঠিন বাস্তবতা মলিন সরলতার সঙ্গেই বসবাস সবসময়
যদি বলি
আর কখনও মিথ্যা বলবনা,
তখন সেটা হবে কপটতা।
কারন
তাহলে আরও একটা মিথ্যা বলা হবে।
যদি বলি সব ভুলে যাব;
না, তাও পারবনা।
যদি বলি হারিয়ে গিয়েও
কোনোদিন কিছু পাওয়ার আশা করব না।
তবে
সেও মিথ্যা।
হারাব আর কোথায়?
যদি বলি যা চাই
তা কেমন ধোয়াটে আর নিষ্প্রান
সে কি ভুল?
কেন এমন চাই, চাইতে গেলাম
বা মনের ভিতরে ইচ্ছে হলো।
জানি, জীবনের সব দাবি
সবকিছু আসলে
তুচ্ছ, অসহায় ও মূল্যহীন।
তবু চাই সেই সোনালী সময়;
কিন্তু কেন?
কেন একবার শান্ত হয়েও বারবার
অশান্ত হয়ে যাই?
কেন চাওয়া আর বাস্তবতা কখনো বুঝতে পারিনা?
কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।