আমি শেষের কবিতার অমিত হতে চাইনা
শুধু লাবন্যকে হারাতে হবে বলে
যে লাবন্যকে ভালোবেসেও হারিয়ে ছিল
আমি অমিত হয়ে সেই লাবন্যকে
কাছে পেতে চাই,তাতে কবিগুরু
একটু রাগও করেন তবুও
অমিত লাবন্যকে হরিয়ে কেতকিকে পেয়েছিল
আমার কোন কেতকি নেই
তাই আমি শুধু লাবন্যকে পেতে চাই
তাই কবিগুরু শুধু আমার জন্য
শেষের কবিতা নতুন করে লেখ ,
অমিত লাবন্যর মিল করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।