আমাদের কথা খুঁজে নিন

   

আজ অহনার জন্মদিন



যেভাবেই হোক এটাই সত্যি, আজ অহনার জন্মদিন। অহনা ইদানীং ভীষণ দুষ্ট হয়েছে। শুধু ছাদে যেত চায়। ওর ছোটচাচ্চুর পরীক্ষা সামনে, কিন্তু পড়তে পারছে না,ওর কাধে চড়েথাকে অহনা নামের কদু। এই কদু.. লাগবে কদু. আছে লাউ. আছে ভাই নিয়ে যান...কমদামে দিয়া যাই... এই কদু...! অহনার সেকি আনন্দ! ও নাচে আর মাঝে মাঝে ঘাড়ে হিস্যু করে দেয়।

কমলা রঙের গেঞ্জিটা খুলে ফেলে ছাই রঙের গেঞ্জিপড়ে, কাপড় পাল্টানো আর ঘাড় থেকে কোল কোল থেকে ঘাড়, ছাদ থেকে নিচে আর নিচ থেকে ছাদ, পায়চারী আর ওঠানামায় ব্যস্ত ওর ছোটচাচ্চু। আজ জন্মদিনেও! কবিগুরুর সঙ্গে ওর জন্মদিন মিলে যাওয়ায় ওর বাবা ভীষণ নাখোশ! কারণ তার প্রিয় কবি জীবনানন্দ। যদিও রবিঠাকুরের ছোটগল্প তার খুবই ভালো লাগে। অহনার প্রথম জন্মদিনে আমরা কামনা করি প্রার্থনা করি ওর শতায়ু। ওর জীবন যেন হয় সত্যিকারের মনীষীদের মতো বর্ণাঢ্য।

মাসুম ভাইর মেয়ে অহনার প্রতি রেখে যাওয়া এ উদ্ধৃতিটুকু জানি না তার নজরে পড়বে কি না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।