আমাদের কথা খুঁজে নিন

   

আজ ২৫শে বৈশাখঃ কবি গুরু'র ১৪৭তম জন্মদিন ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

''চির নবীনের ডাক'' দিতে আবার এলো পঁচিশে বৈশাখ । যিনি সীমার মাঝে অসীম হয়ে বাঙালীর চিত্তজগৎকে আপন সৃস্টিতে আপ্লুত করে রেখেছেন সেই নিভৃতচারী কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৭তম শুভ জন্মদিন । প্রেম , প্রকৃতি আর জীবনের কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮বন্গাব্দের এই দিনে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম গ্রহন করেন । বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি প্রায় একক প্রচেষ্ঠায় বিশ্ব সভায় আসীন করেন । সংগ্রাম আর আনন্দে বাঙ্গালী বার বার ফিরে যায় রবীন্দ্রনাথের কাছে । সারা বিশ্বে তিনিই একমাত্র কবি যার লেখা গান দুটি স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত হিসাবে বাজে অভিরত । ''আজ মম জন্মদিন সদ্যই প্রণের প্রান্তপথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে- মরণের ছাড়পত্র নিয়ে ''। কবি গুরুর জন্মদিনে সশ্রদ্ধ ভালবাসা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।