চাল চাল চাল! চাল চাল চাল!
উর্ধে গগনে ওঠে যে দাম, নিম্নে উতলা ভাতের থাল,
অরুণ প্রাতে একি আকাল,
চাল রে, চাল রে, চাল।
বিডিআর শপে গিয়া সকাল, আমরা আনিব সস্তা চাল,
আমরা টুটাবো ক্ষুধার কাল, কিনিয়া মসুর ডাল:
কাঁদিয়া ককিয়া গাহিয়া গান, সজীব করিবো ঢিমে মরাল
যদিও জানি কমিবে কাল চুলায় ভাতের জ্বাল।
চাল চাল চাল, চাল চাল চাল।
চাল রে, নও জোয়ান,
ত্বরা দে, খুলে দোকান,
রাখিস না দাঁড়ায়ে লাইনে লাইনে
হিন্দু, মুসলমান।
কিনে নে আরো, পাগল,
(নিয়ে চক্ষু ছল ছল)
ময়দা, তেল আর ডাল;
চাল চাল চাল
(সংগ্রহীত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।