আমাদের কথা খুঁজে নিন

   

মাছ ধরা ট্রলার ডুবে নিহত ১

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দক্ষিনে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রলারের অপর ২ জেলে নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটে রোববার ভোর রাতে।

নিহত জেলে হলেন, মোঃ আশ্রাফ উদ্দিন মিস্ত্রী (৪০)। নিখোজ ২ জেলের নাম পাওয়া যায়নি।

ট্রলারের মালিক দিনাজ উদ্দিন মাঝি জানান, রোববার বিকালে আশ্রাফ মাঝি ট্রলারটি নিয়ে মাছ ধরার জন্য সাগরে যায়। গভীর রাতে আবহাওয়া খারাপ হওয়ায় সাগর থেকে জাল উঠিয়ে নদীর তীরবর্তীতে আসার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে। নিঝুমদ্বীপের পুর্ব পার্শ্বে দমারচর এলাকায় দক্ষিন বঙ্গোপসাগরে পৌছলে ৩ জেলে সহ ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে দ্রুত দিনাজ মাঝি লোকজন যাওয়ার পর আশ্রাফ মিস্ত্রীর মৃতদেহ সাগরে ভাসতে দেখে ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত হন তারা। নিখোজ দু'মাঝির কোন সন্ধান মেলেনি।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রলার ডুবির ঘটনার কথা শুনেছেন বলে জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।