আমাদের কথা খুঁজে নিন

   

এ দিন আজি কোন্ ঘরে গো



এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা --সফল হলো কার? সামহোয়ারইনব্লগ এর সকল বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগতম। আমি চাই আজকের সূর্য ওঠা সকল ব্লগার বন্ধুদের জন্য সফলতা বয়ে আনুক। আমি নতুন বন্ধু। এই ব্লগে আজই প্রথম প্রবেশ। আমাবক গ্রহণ করবে তো একজন বন্ধু হিসেবে। সকল বন্ধুদের উদ্দেশ্যে: আশিস রইলো তোমাদের তরে সুখে থেকো জীবন ভরে। তোমাদের সকলের পথ চলা যেন সবসময় সুন্দর হয়, এই কামনা করি। সর্বদাই ডযন সবাই আমরা বিপদ মুক্ত থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।