....
মনে হচ্ছে খুব একা হয়ে যাচ্ছি..........সবার কাছে হয়ত বিরক্তকর হয়ে যাচ্ছি। অথবা বলা যায় এক্সপেন্ডেবল টাইপ....
আমি তাদের কি করসি? কিসু্ই করিনি । তারা কেন শুধুমাত্র আমার ব্যর্থতা গুলার উপর বেইস করে আমাকে ট্রিট করবে। আমার প্রবলেম কি এটাই যে আমার কিছু ব্যর্থতা অনেক বিশাল.............মাঝে মাঝে এই চাপ টা নিতে পারছিনা আমি। তাই বলে কি আমার কোনো সফলতা নাই ?অবশ্যই আছে।
তারা না দেখুক বা ভুলে যাক,আমি কখনই আমার সফলতআ গুলা ভুলতে চাইনা.... যাদের কে পাশে চাইতাম এই সময়ে তাদের অনেকেই নাই আমার পাশে ..ইনফ্যক্ট কেউই নাই। যাদের কাছে আমার কিছু এক্সপেক্টেশান ছিলো তাদের আচরণ এ তাদের কাছে কিছু এক্সপেক্ট করতে এখন ভয় লাগে,দুঃখ লাগে,হতাশ লাগে....মাঝে মাঝে রাগ লাগে।
কিছুদিন এর জন্য আমি মারা যাবো ভাবছি। কিভাবে যাবো জানিনা। কিন্তু মারা যাবো।
আর তাদের কাছে সাড়াজীবণের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।