আমাদের কথা খুঁজে নিন

   

আর কত কাঁদা ছুড়াছুড়ি...... ভারত, আমেরিকা, চায়না........????

ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে আন্দোলন

গতকাল পেপারে প্রকাশিত হলো বুশ বিশ্বে খাদ্য সংকটের জন্য ভারত ও চায়নার মধ্যবিত্ত সমাজবকে দায়ী করেছেন। কিন্তু নিজেরা যে বায়োডিজেল উৎপাদনের মাধ্যমে বিশ্বের খাদ্য উৎপাদন ব্যহত করছেন, তার প্রতি কোন খেয়াল নেই। এ যেন দ্রুত উন্নয়নশীল দেশের মধ্যবিত্ত মনুষেরা না খেয়ে খাবার তুলে দিবে উন্নত দেশের উন্নত(!) জনগনের খাদ্য নিরাপত্তার জন্য। শুধু তাই নয়, এর পাশাপাশি তাদের জ্বালানী নিরাপত্তা ও জীবন যাত্রার মান উন্নয়নে ব্যবহৃত বায়োডিজেলের জন্যও নিজেরা না খেয়ে খাদ্য তুলে দিতে হবে। এক দিকে লোক না খেয়ে মরবে, আর অপর দিকে তাহারা খাবার খেতে খেতে গলা পর্যন্ত তুলে অবশিষ্ট খাবার দিয়ে বানাবেন তাদের গাড়ির তেল! কী অমানবিক!!!!! ঠিক তো, আমরা বাঁচলেইতো পৃথবী বাঁচবে, তোমাদের বাঁচার কি দরকার? শালা বুশ, মাথায় গোবড় আছে জানতাম; কিন্তু এত যে আছে, জানতাম না.........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।